আর কোনো কবিতা লিখো না প্রণয়ের
সময়টা দুঃসময়! বায়ান্ন একাত্তর সময়ের,
তোমার আর প্রেম কাব্য সাজে না
কাব্য লিখা তোমার তো বাজে না,
লিখে ফেলো বিদ্রোহী সাম্যের তুল
তুমিই হয়ে ওঠো এ যুগের নজরুল,
ভেঙে ফেলো কাড়ার লৌহ কপাট
ভয়ে পালিয়ে যাক জালেম সম্রাট।
সাম্যের গান তোমাকে গাইতেই হবে মমতাজ
কেউ ফাইট্টা যায় গান শুনতে চায় নাকো আজ,
তোমাকে শিল্পী হয়ে উঠতেই হবে আজ
আর নয় চাটুকারি! চুপ হও তেলবাজ!
তোমরা তো দেশের দালাল?
যাকে রাজাকার বলে জানি শুনি চিনি,
তোমরা তো তারাই?
যারা নারীদের এখন করছো ছিনিমিনি।
তোমরা তো তারাই
তোমরা তো তারাই
ভাষা আন্দোলনে যারা গুলি ছুঁড়েছিলে
তোমরা তো তারাই
যারা আবু সাঈদের বুকে গুলি ছুঁড়েছো
তোমরা তো তারাই
যারা ত্রিশ লক্ষ শহীদের বুক ফুঁড়েছো।
তোমরা তো তারাই
তোমরা তো তারাই
দুইশো বছর আগেও যারা লুট করেছো
তোমরা তো তারাই
যারা শোষণের চাবুকে মুখ মিউট করেছো
তোমরা তো তারাই
যারা ছাত্রখুনে কলঙ্কের ইতিহাস গড়েছো।
তোমরা কারা? আমরা কারা?
আপনি কি জানেন না শেখজাদী?
দেখুন..............
রাজপথে জেগে উঠেছে সাম্যবাদী!
প্লাকার্ড হাতে দাঁড়িয়ে আছে শহীদেরা
যাদের বিনিময়ে মায়ের ভাষা মুখে ফেরা,
আপনি কি তাদের গুলি ছুঁড়েননি?
আপনি কি তাদের জেলে পুরেননি?
কার মধ্যে আপনার সাদৃশ্য খুঁজে পাচ্ছেন?
বাবার?
ঐ নাম মুখে এনে নামের পবিত্রতা নষ্ট করবেন না,
উনি মহান নেতা,
আমি উনার আদর্শ হৃদয়ে লালন করি
প্লিজ বুকে গুলি করবেন না,
বুকে লুকানো আছে অসংখ্য বিদ্রোহীর বীজ
একবার অঙ্কুরিত হলে সারা বিশ্ব ছেয়ে যাবে!!