শিশুরা সব ফুল, পবিত্রতার প্রতীক
একটু আদর পেলেই হেসে ওঠে ফিক,
শিশুর মুখে ফুটলে হাসি, বাবা মা হাসে
সত্যি কথা শিশুদের সবাই ভালোবাসে।
শিশুদের কোলে নিয়ে দুই একটা চুমি
ছোট বড় সবাই দেয় এবং আমি তুমি,
শিশুরাই তো ফুল, গাল দুটো তুলতুল
শিশুদের নিয়ে সবার লাগে হুলুস্থুল।
আমরা যখন পুঁচকে ছিলাম তখন
বাঁজতো হাতে ঝুনঝুনি ঝন্ ঝনা ঝন্,
বাজনা শুনে বিছানাতে কীযে লুটোপুটি;
বাবা মা তো দেখেই হতো হেসে কুটিকুটি।
আমি যখন শিশুদের নিয়ে কিছু ভাবি
ভেসে ওঠে বাবা মায়ের কাছে করা দাবি,
শিশুদের সুখের রাজ্য বাবা মায়ের ঘর
ভালো থাকুক শিশুরা, চাই জনমভর।
১৪ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ,
শিশু দিবসে শিশুদের নিয়ে ছড়া।