মদ ফুরিয়ে গেলে থেমে যায় নাচের আসর
বীর্য বেরিয়ে গেলে তিক্ত হয় মধুর বাসর।

আমরা তো মদের বোতলে নাচি!
বীর্যের বলে প্রেম ও প্রণয় যাচি!

মদের বোতলে জীবন করেছি দান
যৌবন তরঙ্গে মিছে তুলেছি তুফান।

হায় রে মদের বোতল! হায় রে যৌবন ঢেউ
জীবন করেনি ক্ষমা, পায়নিকো  ক্ষমা কেউ!

জীবন ফুরিয়ে যায় জীবনের বোঝা বয়ে
কেউ কেউ বয়ে যায় অন্যের বোঝা সয়ে।

মানুষের বোঝা সেতো মানুষ নিজেই!
এরচেয়ে ভারী বোঝা পৃথিবীতে নেই।