চিত্তের চোখ মেলে নিজের অপকর্মের দিকে তাকালেই দেখি-
আমি ধ্বংস স্তূপের ভেতর দাঁড়িয়ে আছি,
আমার অপকর্মগুলো আড় চোখে তাকিয়ে আছে,
হায়নার মতো খুবলে খাচ্ছে,
সাপের মতো কামড়ে দিচ্ছে,
আমি ভয়ে চমকে উঠি!
দৌড়ে পালাই -
আমি আমলের আধুলি দিয়ে 'বেহেস্ত' লোভ করি
অপকর্ম টেনে নিয়ে যায় দোযখে -
আমার পালানোর জায়গা নাই !
আমি চিত্তের দ্বার খুলে বিরবির করে বলতে থাকি-
নদী হলে ভালো হতো, বয়ে যেতাম;
মাটি হলে ভালো হতো, ক্ষয়ে যেতাম;
গাছ হলে ভালো হতো, সয়ে যেতাম।
আমি মানুষ হয়ে জন্মে বড্ড ভুল করেছি -
না, না, আমি মানুষ হইনি বরং অমানুষ হয়েছি!
তা না হলে কী আমি নেক আমলের সব রুটি
বদ আমলের এক কামড়েই খাই?