সেকেন্ডের কাঁটা ঘুরে মিনিট বদলায়
মিনিটের কাঁটা ঘুরে বদলায় ঘন্টা,
ঘন্টার কাঁটা ঘুরে বদলায় দিন !
দিন বদলাতে বদলাতে বদলায় মাস,
মাসের সাথে বদলায় ক্যালেন্ডারের পাতা।
ক্যালেন্ডারের পাতা বদলাতে বদলাতে -
বদলে যায় পুরো ক্যালেন্ডারটাই !
সবকিছু বদলানোর মতো -
আমরা অনেকেই নিজেকে বদলাতে চাই,
বদলাতে চাই নিজেদের মন্দ অভ্যাস
ঢিলেঢালা স্বভাব চরিত্র,
আরও অনেক কিছু বদলানোর নিয়তে -
আমরা নিজের সাথে নিজেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই,
কিন্তু দিন শেষে, মাস শেষে, বছর শেষে, সবকিছু বদলানোর মতো -
আমরা নিজেকে কতটুকু বদলাই?