নিজের ভেতর লুকিয়ে ছিলাম পাওনি খুঁজে পাওনি
আমার বুকের বাম পাজরে খুঁজতে নজর দাওনি
লুকিয়ে ছিলাম সেথায় আমি
হাজার বছর দিবস যামী
ভালোবাসার প্রদীপ জ্বেলে খুঁজতে তুমি যাওনি
চাওনি আমার ভালোবাসা চাওনি আমায় চাওনি।

ফুলের মতো ঘুমিয়ে ছিলাম সবুজ পাতার ফাঁকে
ঘুম হারালো আলতো ছোঁয়া প্রজাপতির ডাকে,
ঘোমটা খুলে চোখটা তুলে যেই তাকালাম ফিরে
দেখলাম তুমি হারিয়ে গেছো মৌমাছিদের ভীড়ে,
তুমি শুধু জানতে ফুলের বুকে মধু থাকে
জানতে না তার শরীর ভরা মিষ্টি সুবাসটাকে,
চাইলে তুমি পেতে সব'ই, চাওনি মোটে চাওনি
ফুলের গায়ে হাত বুলিয়ে নাওনি সুবাস নাওনি।

নিজের ভেতর লুকিয়ে ছিলাম নিজের ভেতর আছি
নিজের ভেতর লুকিয়ে থেকে নিজের মতো বাঁচি
পায়নি খুঁজে কেউ কখনো
লুকিয়ে আছি তাই এখনো
খুঁজতে আমায় কেউ আসেনি মনের কাছাকাছি
কেউ যদি-গো না আসে তো কেমনে হৃদয় যাচি?