হংস রাজার বংশ বিশাল
ধ্বংস হল কিসে?
এই ঘটনার কাহিনী করুণ
মরল রাণী বিষে!
রাগ করেনি রাজার ওপর
কিংবা অত্যাচারে,
হংস রাণীর দোষ তবে কী?
গেল বিলের ধারে,
দেখল কতক পুঁটি মাছ
পড়ে আছে কাদায়,
হংস রাণীর লোভ ছিল খুব
অমনি গিলে খায়।
হংস রাণীর পেটে পুঁটি
পুঁটির পেটে বিষ,
হংস রাজ্যে বংশ মাতার
জীবন ডিসমিস।
তারপরে তার ছয়টি ছানা
গেল কাকের পেটে,
সবার খোঁজে হংস রাজা
বিষাদ মনে হেঁটে,
রাজ্য ছেড়ে বনের ধারে
ডাকেন প্যাঁক প্যাঁক,
অমনি এক ধূর্ত শেয়াল
বলল হেসে খ্যাক।
হংস রাজার দুঃখের কথা
শুনে শেয়াল বলে,
আমার সাথে চলুন মশাই
লাভ কী থেকে জলে?
হংস রাজা সহজ সরল
এবং ছিলেন বোকা,
খুব সহজেই শেয়াল তাকে
দিল ভীষণ ধোঁকা,
ধোঁকায় পড়ে হংস রাজার
কী হল শেষমেশ?
কী আর হবে, হংস রাজার
বংশ বিস্তার শেষ।