সোনালী ধানের শীষে কুয়াশার কুঁড়ি
হেমন্তের হাত ধরে আসে হিম বুড়ি,
সকালের মিঠে রোদ, ধোঁয়া ওঠা জল
গাছে গাছে পাখিদের নানা কোলাহল।
পাকা ধানে ভরে ওঠে কৃষকের বাড়ি
মাছরাঙা ঝোপে বসে পেতে থাকে আড়ি,
মাঠে মাঠে ফড়িংয়ের ছোট ছোট ছানা
ছোটাছুটি করে ঘাসে মেলে কচি ডানা।
প্রজাপতি ডানা মেলে করে ওড়াউড়ি
সদা চলে ইঁদুরের মাটি খোঁড়াখুঁড়ি,
মাঠে চড়ে গরু আর ছাগলের পাল
গাছতলে বসে থাকে কিশোর রাখাল।
দূর থেকে ভেসে আসে ভাটিয়ালি গান
বাতাসেও লেগে থাকে ফসলের ঘ্রাণ,
নবান্নের উৎসবে বঁধুয়ার বেশে
রূপ আর প্রকৃতির রাণী এলো দেশে।
বিঃদ্রঃ [২২ অক্টোবর ২০২৩ ''দৈনিক যায়যায়দিন'' এবং ২৪ অক্টোবর ২০২৩ ''ভোরের দর্পণ'' পত্রিকায় প্রকাশিত।]