মাঠে মাঠে লেগে থাকে ইঁদুরের যুদ্ধ
ভূগর্ভ খুড়ে বানায় নতুন বাড়ি,
সোনালী ধানের বড় পাকা শীষ কেটে
ভূগর্তে জমায় ধান কাড়ি কাড়ি।
প্রভাতে শিশির কণা জমে থাকে ঘাসে
ধানের শীষ হয় দ্বিগুণ ভারি,
সোনালী ধানের ক্ষেতে ঢেউ খেলে রোদ
কৃষক দম নেয় নিঃশ্বাস ছাড়ি।
কিলবিল করে বিলে পুঁটির ঝাক
আইলে বসে থাকে বক সারি সারি,
নীড়হারা পাখিরা অতিথির বেশে
রূপসী বাংলার বুকে জমায় পাড়ি।
শেষ রাতে নেমে আসে হেমন্তের হিম
তাহারে জড়ায়ে দেই মধুর ঘুম,
কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে দেখি-
খেজুরের রস আর পিঠার ধুম।
বিঃদ্রঃ [মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে "ভোরের দর্পণ" পত্রিকায় প্রকাশিত]