রাখলে রোজা মন ভালো রয়
শরীর থাকে সুস্থ,
আমরা সবাই রাখবো রোজা
তুমিও রেখো দোস্ত।
পাপ মোচন হয় রমজানেতে
পুণ্যে ভরে হৃদয়,
কবরবাসীর শাস্তি মাপ আর
জান্নাতে ঠাঁই হয়।
আমরা সবাই রাখবো রোজা
বন্ধু তুমিও রেখো,
বেহেশত হতে আসা সুঘ্রাণ
হৃদয় ভরে মেখো।
হও যদি ভাই যতই পাপী
দোসর আযাজিল,
চেয়ে নিও নিজ পাপের ক্ষমা
নরম করে দিল।
রহমতের সব দুয়ার খুলে
বসে আছেন রব,
দুহাত তুলে চাইবে যা, তা-
দিবেন তিঁনি সব।