গাছের সাথে পাতার হলো আড়ি
হলদে হয়ে পড়লো শাখা ছাড়ি,
সুযোগ পেয়ে ফুটলো নতুন কুঁড়ি
সঙ্গে নিয়ে এলো ফুলের ঝুড়ি,
সময় তখন মাঘের শেষে ফাগুন
যৌবন ভরা গাছের ডালে আগুন,
মনে প্রাণে খুঁজতেছিলাম জুড়ি
বয়সটা ঠিক তখন আমার কুড়ি।
পাখির মতো উড়তে চাওয়া মন
চলতাম ছুটে পাহাড় নদী বন,
ফুলের সাথে খেলতাম লুটোপুটি
পুড়িয়ে খেতাম কাঁচা মটরশুটি,
সাঁতরে যেতাম শান্ত নদীর বুকে
ভাবটা ছিলো, কে আমাকে রুখে!
পেরিয়ে উনিশ- বয়স তখন কুড়ি
ছোঁয়নি কেহ, দেয়নিও সুরসুরি।