জীবনে এমন কিছু সময় আসে -
যখন মানুষ হয়ে ওঠে আত্মপ্রেমি,
নিজেকে সাজিয়ে রাখে হাজার স্বপ্নে ঘিরে
মানুষ শৈশব হারিয়ে কৈশর পায়
কৈশর হারিয়ে যৌবন
যৌবন হারিয়ে পায় বার্ধক্য!
বার্ধক্য পৌঁছেই মানুষ পেতে চায় শৈশব ফিরে।
মানুষ হারিয়ে যাওয়া সবকিছু ফেরত পেলেও
ফেরত পায় না নিজেকে !
তবুও সোনালী অতীত হাতড়ে বেড়ায়
খুঁজে বেড়ায় মধুময় স্মৃতি,
স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে মানুষ ফিরে যায়
মায়ের কোলে, শৈশবে, কৈশরে, যৌবনে;
তবুও কিছুই পায় না ফিরে।
জীবনে এমন কিছু সময় আসে -
যখন মানুষ সবকিছু হারিয়ে হয়ে যায় নিঃস্ব
বেছে নেয় একাকীত্ব, হাহাকার!
পাওয়া, না পাওয়ার হিসেব কষতে কষতে-
জীবনের অংকটা এমন দাঁড়ায়;
যোগফল শূন্য! গুনফল শূন্য!
ভাগ বিয়োগের হিসেবটাই ঠিক
জীবন করেছি বিলি হায়াতের পাতা ছিঁড়ে।