সাদা রঙের রুমাল তুমি দিয়েছিলে হাতে
বড়ো করে লেখা ছিলো ভালোবাসি তাতে,
লাল সুতায় হৃদয় আঁকা, কালো সুতায় তীর
তুমি আমি মুখোমুখি, লাগছিলো অস্থির!
রুমাল দিলে সাথে আরও ছোঁয়া দিলে হাতে
সেদিন থেকেই রাত্রিযাপন রুমাল পাহারাতে,
খুব যতনে রেখে দিতাম বুক পকেটের মাঝে
রুমাল দেখে চোখ জুড়াতো ঝি ঝি ডাকা সাঁঝে।
তারপরে রোজ তোমার আমার চুপি চুপি দেখা
ভুলে গেছো নাকি তোমার মনে আছে রেখা?
তোমার খোঁপায় গুঁজে দিতাম বুনো জবা ফুল
হাতে কাঁটা ফুটেছিলো পাড়তে গিয়ে কুল!
তারপরে তো উড়না ছিঁড়ে পেঁচিয়ে দিলে হাত
মুখে তুলে খাইয়ে দিলে তোমার রাঁধা ভাত,
প্রেমের ক'দিন পার না হতেই ঘটনা এক ঘটে
পাড়া জুড়ে তোমার আমার কলঙ্ক যায় রটে!
তারপরে আর হয়নি দেখা অশ্রু ভেজা গাল
তোমার আমার প্রেমের ইতি, স্মৃতিতে রুমাল।