গুন বিচারী মহান গুনী
দোষ বিচারী পাপী,
গুনের কথা বেরোয় ঠিকই
খুললে মুখের ঝাপি।
কার কতটুকু দোষ আছে
কার কতটুকু গুন,
কানটি খোলা রাখুন তবে
খসলে পানের চুন।
হাজার রকম দোষের কথা
শুনতে পাবেন কানে,
কে কতটুকু দোষ করেছে
সবটা যে সে জানে।
বেঁচে থাকতে সব'চে দোষী
মরলে হয় সে গুনী,
মরার পরে গুনের বাহার
সবার মুখেই শুনি।
আমরা সবাই গুন বিচারী
গুনের বিচার করি,
নিজের দোষটা হয় না দেখা
পরের দোষই ধরি।