কবিতার প্রাঙ্গণ, দৈনিক ফুলকি
ফুলকির সাথে বলো আছে কারো তুল কী?
ফুলকির পাতাতে প্রতিদিন খবরে
অজানা কতকিছু উঠে আসে নজরে!
সোমবার এলে দেখি হেসে ওঠে খোকা-খুকি
কবিতার প্রাঙ্গণে ছড়া এসে দেয় উঁকি,
নদী-নালা গাছ-পালা পাখিদের ছড়া
খোকা-খুকি হেসে বলে মধুমাখা পড়া।
দুই হাজার এক সাল নভেম্বর মাসে
পাঠকের নজরে এই ফুলকি আসে,
আগুনের ফুলকি নয়, ফাগুনের ফুলকি
ফুলকির সাথে বলো আছে কারো তুল কী?
পাঠকের মন জয়ে ফুলকিই সেরা
ফুলকিতে এলে কারো হয় নাকো ফেরা,
একুশ বছর আগে ফুলকির আগমন
আজকের এই দিনে ফুলকির শুভক্ষণ।


দৈনিক ফুলকি পত্রিকার একুশ বছর পূর্তি উপলক্ষে লেখা আজকের কবিতা। অনুরোধে- সম্পাদক শাহাদাত হোসেন। লেখাটি নভেম্বর মাসের জন্য, সংরক্ষণ স্বার্থে বাংলা কবিতা ডটকমে প্রকাশ করা হলো।