কাকে বলি ভালো আজ, কাকে বলি মন্দ?
এই নিয়ে রাত দিন মনে দ্বিধা দ্বন্দ্ব!
যাকে বলি ভালো আজ, কাল সে খারাপ
বিবেকের ঘরে তালা, সব দ্বার বন্ধ।
যেই ফুলে বিষ থাকে, সেই ফুলে ঘ্রাণ
ভালো আর মন্দ নয় একই সমান,
কারো শুধু ভালো গুন, কারো শুধু মন্দ
কেউ কী আছে এমন জ্বীন ইনসান?
ভালোকে ভালোই বলি হেসে ভালোবেসে
মন্দকেও মন্দ বলে উঠি দিন শেষে,
কে ভালো, মন্দ কে? কিভাবে করি যাচাই?
মিলেমিশে উভয়েই থাকে সারা দেশে।