সাঁঝ আকাশে একটি দুইটি
অনেক তারা উঠে,
হাজার হাজার তারার মাঝে
চাঁদের হাসি ফুটে।
পাঁচ তারা আর সাত তারা
ঝগড়া যখন করে,
আকাশ থেকে একটি তারা
ধপাস করে পড়ে।
শব্দ শুনেই বেরিয়ে আসে
পরীর মত মেয়ে,
ভীষণ খুশি, ভীষণ খুশি
তারা হাতে পেয়ে।
রাখবে কোথায় এই তারাটি
বানায় নাকের ফুল,
একটি তারা নিয়েই খুকির
ভীষণ--- হুলুস্থুল।
হঠাৎ করেই ছোট্ট খুকির
ঘুম ভাঙলো যেই,
অমনি দেখে নাকটি ছুঁয়ে-
নাক ফুলটি নেই।