ভূতুমপুরের ভূতগুলো ঘুরে বেড়ায় দুপুরে
দুপুরবেলা ঘরে বসে থাকিস ওরে খুকুরে
চিরল পাতার তেঁতুল গাছে
ভূতুমপুরের ভূত যে নাচে!
দেখতে পেলে মটকে দেয় মানুষের ঘাড়
দুপুরবেলা ঘরের বাইরে যাসনে খবরদার।
ভূতুমপুরের ভূতরা পাজি দেখতে ভয়ংকর
কারো শুধু মাথা আছে, কারো শুধু ধড়!
ভূতরা যখন গাছে চড়ে
গাছের পাতা ভয়ে নড়ে
ভূতুমপুরের ভূতরা হাঁটে ছায়ার সাথে পাছে
ভয় দেখাতে তারা লাশের কাফন পরে নাচে।
দুপুরবেলা ভূতরা হাসে বটগাছের ডালে
খোশগল্পে মেতে ওঠে চিমটি কাটে গালে
গেছো মেছো পিশাচীনি
তারা গেছে গিনিপিনি!
ঠিক তেরোটায় পৌঁছাবে আবার ভূতুমপুরে
দুপুর বেলা ঘরের বাইরে যাসনে খুকুরে।
বিঃদ্রঃ [৪ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দে দৈনিক সাহস পত্রিকায় প্রকাশিত]