আমি যদি বাবা হই
তুমি হবে মা,
আমাদের ছেলে মেয়ে
হাঁটবে পা পা।
আদরে সোহাগে রবে
আমাদের ছা,
হেসে খেলে বড় হবে
চির চেনা গা।
এক দুই তিন চার
চাও কয়টা?
বিয়ে আগে করি পরে
নিব বারোটা।
আমি বলি কাছে আসো
তুমি বলো না,
এটা ওটা ভাবি আর
হাসি হাহা হা।