লাল গরুটার লম্বা শিং
কালো গরুর বাঁকা,
গরুর হাট গাবতলীতে
উত্তর সিটি ঢাকা।

ঢাকায় থাকেন নানা নানী
সাথে মামা মামীও,
এবার ঈদে তাদের সাথে
থাকবো যে আমিও।

নানার সাথে মামার সাথে
গরুর হাটে যেতে,
মন চাইছে বললাম হেসে
দুপুরে ভাত খেতে।

বলব নানা বায়না ছাড়ো
বলল নানী যাক না,
নানীর কথায় মনের ডানায়
উঠল গজে পাখনা।

গরুর হাটে গিয়েই দেখি
বেচাকেনা চলছে,
গরুর লেজ ধরে সবাই
গরুর দাম বলছে।

একটা গরু কিনতে হবে
কোন রঙের ভালো?
বলল নানা কিনতে পারো
লাল অথবা কালো।