চিরল চিরল সবুজ পাতার কৃষ্ণচূড়ার ডাল
ফাগুন এলেই পাতা ঝরে হও কেন গো লাল?
শিমুল পলাশ তোমরা ও তো কৃষ্ণচূড়ার মতো
লাল বাহারী শাড়ি পরে সাজছো অবিরত;
রক্তজবা তোমার আবার কার সাথে গো আড়ি?
ঘোমটা খুলে মুখ দেখিয়েই ঝরছো তাড়াতাড়ি,
কৃষ্ণচূড়া শিমুল পলাশ রক্ত জবার জবাব-
ফাগুন এলে লাল হওয়া আমাদের যে স্বভাব!
প্রশ্ন করি- কারণটা কী? বলো তাড়াতাড়ি
পাপড়ি ঝরে কৃষ্ণচূড়া করলো ভীষণ আড়ি!
শিমুল পলাশ রক্তজবা বললো 'ওরে চাষা'
বায়ান্নতে লাল হয়েছি রাখতে মায়ের ভাষা,
শহীদ ভাইয়ের রক্ত যেমন লাল ছিলো লাল
ফাগুন এলে তেমন রঙে ফুটবো চিরকাল।