অভাবের দিনে তুমি এসেছিলে
দুঃখ হতাশা আমায় রেখেছিল গ্রাস!
তোমার বদন জুড়ে কী যেন দেখে -
ভেঙেছিল প্রাণে আনন্দের সীমা,
অবশেষে রাত জেগে বহু ভেবে চিন্তে
ডাকনাম রেখেছিলাম পূর্ণিমা।
চাঁদের মতোই ঠিক গোলাগাল মুখ
বিধাতা কারিগর, গড়েছেন নিখুঁত;
ফুলের মতো ঠোঁটে লেগে থাকা হাসি
মন ছিল ফুরফুরে হাওয়া উদাসী,
জানতো কে? অকারণে চাঁদের মতোই -
কলঙ্ক রটাবে তোমার দেবদাস।