স্বাধীনতা মানে সবাই জানে
বাঁধাহীন ভাবে চলা,
স্বাধীনতা মানে উচিত কথা
মাথা উঁচু করে বলা।
স্বাধীনতা মানে স্বঅধিকার
আদায়ের পক্ষে দাবি,
স্বাধীনতা মানে দশের হাতে
একটি দেশের চাবি।
স্বাধীনতা মানে মুক্ত আকাশ
জাল দিয়ে নয় ঘেরা,
স্বাধীনতা মানে স্লোগান হতে
অক্ষত শরীরে ফেরা।
স্বাধীনতা মানে সবার জন্য
একই নিয়ম জারি,
স্বাধীনতা মানে কারো গলায়
ধরা নয় তরবারি।
স্বাধীনতা মানে যে যার মতো
নিজের ধর্ম পালন,
স্বাধীনতা মানে স্বদেশ প্রেম
নিত্য হৃদয়ে লালন।
স্বাধীনতা মানে স্বাধীন আছি
নয় শুধু মুখে বলা,
স্বাধীনতা মানে স্বাধীনভাবে
স্বদেশের বুকে চলা।