আমি ঘুরিয়ে প্যাঁচিয়ে প্রতিদিন একই কথা বলি,
পৃথিবীর সকল মুসলমান এক হও।
তোমাদের ভেতর কেন এত মত?
এত বিরোধ? এত পার্থক্য?
কেন সবার মাঝে নেই না একতা?
কেন একজন মুসলমান মার খেলে -
আরেক মুসলমান চুপ করে তাকিয়ে থাকো?
আমি চাই পৃথিবীর সকল মুসলমান এক হও,
সবাই গড়ে তোলো একতা।
যেমন বনের ভেতর একটি শেয়াল ডেকে উঠলে,
অন্য শেয়ালরা সাহস দিয়ে বলে -
ভয় নেই, আমরা আছি।
ঐরূপ মুসলমান জাতিকে দেখতে চাই,
কোনো দেশের একজন মুসলমান অত্যাচারিত হলে-
পৃথিবীর সকল মুসলমান আঙুল উঁচিয়ে
চিৎকার করে বলে উঠবে -
চান্দু, সাবধান! আমরাও আছি।