আজ তুমি ফুল হও
আমি হই অলি,
চলো মোরা চুপিচুপি
কিছু কথা বলি।
আমাকে সুবাস দাও
প্রাণ ভরে নিই,
ভালোবেসে তোমাকেই
চুমু এঁকে দিই।
পাপড়িও মেলে ধরো
রেণু রঙ মাখি,
ভালোবেসে গান গেয়ে
গুনগুন ডাকি।
এতটুকু মধু দাও
করি সুধা পান,
মধু দানে ধরাধামে
শুনি জয়গান।