মৃত্যুপুরীতে পরিণত গাজার মাটি
আযানে ভাসে চাপা কান্নার সুর
গাজার ফুলেরা ঝরে বোমার ঝড়ে
রক্তের প্লাবনে মরু হয় সমুদ্দুর!
লেবাসধারীরা ঘুমে কিতাব হাতে
ঘাপটি মেরে বাঁচায় আপন গা'টি
মায়া কান্না করে তারা এমন চতুর!
গাজার নদীরা রক্ত নদীতে পরিণত
জীবিতরা কেউ নেই সুখে অক্ষত;
বৃথা বৃথা প্রাণ যাবে আর কতদিন?
রোজ দেখি নরকে ফুলের কফিন।