প্রজাপতির ডানায় চড়ে
ফুল বাগানে ঘুরি,
ফুলের গায়ে আলতো ছুঁয়ে
সুবাস মেখে উড়ি।
ভোর থেকে ফুল পরিবার
করছে বলা-বলি,
শিশির রোদের ঝলকানিতে
ফুটবে নয়া কলি।
নতুন ফুলের গন্ধ শুঁকে
সকাল হলে শেষ,
প্রজাপতির ডানায় চড়ে
যাব ছড়ার দেশ।
ছড়ার দেশে ফুলের ছড়া
ছড়িয়ে দিব আজি,
সুবাস মাখা ফুলের ছড়া
পড়তে কারা রাজি?
বলল খোকা বলল খুকি
সবাই মাথা হেলে,
দাও তোমার ফুলের ছড়া
দিলাম পাতা মেলে।