পায়ের নিচে পড়লটা কী?
লাগল ঝাঁকিটা,
এই ধরেছি, এই গেল যা!
ফসকে টাকিটা,
হাত বাড়িয়ে ডাইনে বাঁয়ে
কাদা জলে খুঁজি,
এই ছুঁয়েছি, পালিয়ে গেল!
চতুর সে বুঝি?
আবার খুঁজি হাত নাড়িয়ে
শান্ত সন্তর্পণে,
কোথায় যাবি? পালিয়ে পাজি
বলি মনে মনে।
হাত নাড়িয়ে পা বাড়াতেই
দিলো টাকি দৌড়,
মাছ শিকারে পুলিশ আমি
টাকি ব্যাটা চোর।
চোর পুলিশের ধস্তাধস্তি
কাদা হাঁটু জলে,
পুলিশ যায়, চোর পালায়
লুকোচুরি ছলে।
হঠাৎ করে পড়ল ধরা
ছোট্ট টাকি চোর,
এতেই খুশি মাছ শিকারী
দিলাম ভোঁ দৌড়।