চেয়েছিলাম মেয়েটিকে দিতে চুড়ি দুল
ভালোবেসে খোঁপাতে গুঁজে দিতে ফুল
মেয়েটি বোকা ছিল, বুঝেছিল ভুল।
একদিন ঠিক তার সব ভুল ভাঙবে
ভালোবেসে প্রণয়ের রঙ মেখে রাঙবে
পাথুরে হৃদয় তার হবে তুলতুল।

তাকে নিয়ে রোজ ভাবি, তাকে ছাড়া দায়
প্রথম প্রেমের স্মৃতি ভোলা নাহি যায়!
প্রথম দেখায় লাগে নয়নে মায়ার যাদু
এমন প্রেমে তুমি পড়েছ কখনো দাদু?
তার দেখা পেয়ে যেন হৃদয়ের মাঝখানে
প্রেমের সুবাস ঢেলে দিয়েছিল বাতায়নে,
সেদিন থেকে আমি রোজ তার প্রেমে পড়ি
তার প্রেমে মরে যাব গলে পরে প্রেম দড়ি।

প্রেমের দড়ির বাঁধন পারবে কি খুলতে?
প্রথম প্রেমের স্মৃতি পারবে কি ভুলতে?
এমন শাশ্বত প্রেম, এমন পবিত্র প্রেম
এনে দেয় হৃদয়ে আনন্দ সুখের হেম।
প্রথম প্রেমের দেখা পেয়েছে যে চোখ
দেখে গেছে অবিরাম, চেয়ে অপলক।