লড়াই! লড়াই! লড়াই!
আমরা সবাই ঐক্যবদ্ধ
কাউকে না আর ডরাই!
দখলদারি- জুলুমকারি-
করছে যারা বড়াই;
তাদের সাথে লড়াই
তাদেরকে চল সরাই।
শান্তি ফিরে আনতে হবে
বাধার দেয়াল ভাঙতে হবে
পায়ের বেড়ি শিকল ছিড়ে-
আগুন চোখে রাঙতে হবে
করতে হবে লড়াই,
দলে দলে কিশোর জোয়ান
আয় রে ছুটে সবাই।
লড়াই! লড়াই! লড়াই!
করতে হবে লড়াই,
পাপের রাজ্য ভাঙতে হবে
সত্য সুদিন আনতে হবে
করতে হবে লড়াই,
দলে দলে কিশোর জোয়ান
আয় রে ছুটে সবাই।