ভোরের রবি লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল,
কারণটা কী? কারণটা কী?
ভাষা দিবস কাল।
শিমুল পলাশ রক্তজবা
সবার হুলুস্থুল!
পাখিরা সব বললো এসে
ফুটেছে আজ ফুল।
ফুল ফুটেছে, ফুল ফুটেছে
বললো পাখি গানে,
কারণটা কী? কারণটা কী?
মাতৃভাষার টানে।
হাওয়ার তালে ফুল দোলে
গন্ধ ছড়ায় তার,
ফুলের গন্ধ বললো এসে
যাব শহীদ মিনার।
পাখির ভাষা, ফুলের ভাষা
বললো কথা তার'ই,
আজ অমর ভাষা দিবস
একুশে ফেব্রুয়ারি।