আমি আজন্ম এক প্রেমিক!
প্রতিদিন নতুন কারো প্রেমে পড়ি,
অসংখ্য মানুষের,
অসংখ্য ফানুসের।
প্রেমে পড়ি আঠারো হাজার মাখলুকের -
নিজস্ব সত্তা ও স্রষ্টার।
আজ নতুন কারো প্রেমে পড়লাম
একবার নয় অসংখ্যবার;
শত্রুর প্রেমে পড়লে বন্ধু ভাবা যায়
কিন্তু বন্ধুকে?
প্রেমের পাত্র একদিন ঘৃণার পাত্রে পরিণত হয়
তাই তোমার প্রেমে পড়তে -
আমার ভয় হয়, খুব বেশি ভয়।