ভূত বলে কিছু নেই তবু লাগে ভয়
রাতে একা বের হলে জাগে সংশয়!
আড়চোখে চেয়ে দেখি ডানে আর বামে
আমি যদি থামি তবে ভূতেরা কী থামে?
ঝরা পাতা খচমচ করে যেই ওঠে
বুক করে ধড়ফড় কি জানি কি ঘটে!
ডানে দেখি বামে দেখি আড়চোখে চেয়ে
দলবল নিয়ে ভূত আসে নাকি ধেয়ে।
ভূত আছে ভেবে ভেবে গা ওঠে শিউরে
পা দুটো ঢুকে যায় যেন মাটি খুঁড়ে!
ভূত এলো ভূত এলো মটকাতে ঘাড়
ভূতের ভয়ে কাঁপে কলিজা ও হাড়।