উদ্যানের সবচেয়ে বড় বৃক্ষটি
কাঠুরিয়া কেটে নিয়ে যাওয়ায়
উদ্যানের ছোট বৃক্ষরা অনুভব করল
তেজী সূর্যের ভয়ানক তাপ,
এতদিন ঐ বড় বৃক্ষটি
ছোট বৃক্ষদের ছায়া দিয়েছিল
সুখের চাদরে দুঃখ ঢেকেছিল।
তোমরা জানো কি তার পরিচয়?
আসলে ঐ বড় বৃক্ষটিই ছিল
ছোট ছোট বৃক্ষদের বাপ।