যাচ্ছি হেসে দূর বিদেশে
যাচ্ছি ছড়ার দেশে,
হরেক রকম ছড়া নিয়ে
ফিরবো অবশেষে।
সুবাস মাখা ফুলের ছড়া
ডাকছে আমায় বনে,
ডেকে ডেকে বলছে আমায়
নাও গো তোমার সনে।
ফুলের ছড়া নিতেই দেখি
ডাকছে আমায় পাখি,
আদর করে পাখির ছড়া
খাতার পাতায় রাখি।
হঠাৎ ডেকে তরুর ছড়া
বললো শরীর ঘেঁষে,
সুস্বাগতম! সুস্বাগতম!
তোমায় ছড়ার দেশে।
ফুলের ছড়া পাখির ছড়া
নিলাম যখন হাতে,
পাহাড় ডেকে বললো- নিবে?
আমায় তোমার সাথে।
সবাইকে আজ সাথে নিবো
শুনেই ছড়ার নদী,
বললো ডেকে আমায় নিবে?
চাই যেতে আজ যদি।
পাহাড় নদী সবার ছড়া
নিলাম যখন হেসে,
পরী এসে বললো আমায়
চলুন আমার দেশে।
পরীর দেশের ছড়া নিয়ে
আসছি যখন ফিরে,
রংধনু আর মেঘ বালিকা
ধরলো আমায় ঘিরে।
📌 সংক্ষেপিত -------
বিঃদ্রঃ [৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত।]