আকাশের সমস্ত নীল
ডুবে গেছে সমুদ্রের নীলে,
রাহু গ্রাসের মতো রাক্ষস সমুদ্র
আকাশকে নিয়েছে গিলে।
মস্ত আকাশের সাথে
সমস্ত নক্ষত্ররাজী গেছে ডুবে
পুরো জগত অন্ধকার!
হে সূর্য- জেগে ওঠে পুবে।
হও বর্ণিত প্রেমিক
আপাদমস্তক করো গ্রাস,
চুম্বনে চুম্বনে শুষে নাও আজ
আদিম প্রেমের নির্যাস।
সভ্যতার আড়ালে
পাপের বীজই হয়ে উঠে বৃক্ষ,
পুণ্যের পুনর্জন্ম হলে -
শুরু হবে মহা সংকট! দুর্ভিক্ষ।