কেমন আছো বলতে গেলে ঠোঁটটি ওঠে কেঁপে
তোমার সাথে বললে কথা বলতে হবে মেপে,
ভালোবাসি বললে তোমায়, ঢুকতে হবে জেলে
লাট সাহেবের বেটি তুমি, আমি চাষার ছেলে।
তাই তো শ'গজ দূরে থাকি আঁখি দুটি মেলে
তোমার রূপে কে দিয়েছে এমন বাহার ঢেলে?
দেখলে দু'চোখ জুড়ে যায়, মনে জাগে প্রেম
চাষার ঘরে বন্দী হয় কী এমন রূপের ফ্রেম?
তোমার কথা ভাবতে গেলেই শিউরে উঠে গা
তোমার বাবা রাঘববোয়াল, আমি পুঁটির ছা!
মন মানে না, কী যে করি? তোমার প্রেমেই পড়ি
তোমায় নিয়ে বাঁচতে গিয়ে তোমার তরেই মরি।
ধর্মে কর্মে জাত পাওয়া যায়, প্রেমের ধর্ম নাই
তাই তো আমি চাষার ছেলে তোমায় পেতে চাই,
হাত বাড়ালে হাত ছোঁয়া যায়, মন বাড়ালে মন
প্রেমের বদল প্রেম পেলে আর হয় কী প্রয়োজন?
চাষার ছেলের খাঁটি হৃদয় প্রেমের দামে নিন
উজাড় করে বাসবো ভালো, বাঁচবো যতদিন,
তাজমহল না দিতে পারি তোমার তরে গড়ে
ভালোবাসা রাখবো অমর তোমার তরে মরে।