ফুল ফোটার এই ফাগুন দিনে ফুটুক যতই ফুল
আমার প্রাণে নিত্য ফোটে ভাই হারানোর হুল!
ফুলের সুবাস ভাল্লাগে না
পাখির গানে মন টানে না
ফাগুন এলেই উথাল-পাথাল ব্যথার হুলুস্থুল।

ফাগুন এলে তোমরা যারা ভ্যালেন্টাইন ডে-তে
নোংরামি আর বদ রীতিতে উষ্ণে ওঠো মেতে
তোমরা খাঁটি বাঙালি না
তাই তোমাদের করি ঘৃণা
আর দেবো না তোমাদের এ দেশ লুটে খেতে।