তুমি ফুল চেয়েছিলে
আমি দিয়েছিলাম গাছ,
তাই তোমার ভ্রু কুঁচকানো অভিমান
করেছিলাম আঁচ!
গাছ নিলে না, ফেলে দিলে পথে -
কুড়িয়ে সে গাছ
স্বযত্নে রোপণ করলাম নিজের বুকে।
বছর ঘুরতেই ফিরে এলো রোজ ডে!
তুমি চাইলে ফুল,
আমি দিয়ে দিলাম পুরো বাগান।
তুমি গ্রহণ করলে না, ফিরে গেলে ফের!
মালি হওয়া এত সোজা নয় মেয়ে,
আগে ভালোবাসতে শেখো -
তারপর ভালোবাসি বলতে এসো মুখে।