তখনও দুঃখ আমাকে স্পর্শ করেনি-
যখন বয়স ছিলো সবেমাত্র দুই কিংবা তার অনধিক,
যখন হামাগুড়ি থেকে কেবল হাটতে শিখেছি-
অথবা দু'পায়ে ভর করে দাঁড়াতে পারি না ঠিক,
যখন মুখের ভাষা ছিলো আধো আধো বোল,
যখন আমার নিরাপদ আশ্রয় ছিলো একমাত্র মায়ের কোল।
তখনও দুঃখ আমাকে স্পর্শ করেনি---
যখন বিবেক-বুদ্ধি বোধ ছিলো না কিছু,
যখন পাগলের মতো ছুটতাম মা'র পিছু পিছু,
যখন চোখজোড়া ছিলো নিষ্পাপ- পবিত্র;
যখন ছোটো বড়ো সবাই ছিলো প্রাণের মিত্র,
তখনও, তখনও দুঃখ আমাকে স্পর্শ করেনি।
আমি কসম খেয়ে বলছি সত্যি, দিব্যি সত্যি-
তখনও দুঃখ আমাকে স্পর্শ করেনি।