মাঝে মাঝে শূন্যতা অনুভব করি
শুধু তোমার শূন্যতা!
কাজলে লেপ্টে যাওয়া মায়াবী চোখ;
গোলাপ রাঙা ঠোঁটে এক চিলতে হাসি
ঠোঁটের কোণে ছোট তিল আর তোমার ভেজা চুলের ঘ্রাণের শূন্যতা!
যে চুলের খোঁপায় অতি যত্নে গুঁজে দিতাম ফুল,
লেপ্টে থাকা চুল সরিয়ে যে কপালে এঁকে দিলাম প্রণয়ের চুম্বন,
সেই কপালের শূন্যতা আজকাল খুব বেশি অনুভব করি প্রিয়ন্তী।
তোমার হাতের এক গ্লাস পানির শূন্যতায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বহুদিন আগেই,
আমি পাথর হয়ে গেছি তোমার স্পর্শের অভাবে,
আমি বধির হয়ে গেছি -
প্রিয়ন্তী শুনছো?
আমার সমস্ত হৃদয় জুড়ে শুধু তোমার শূন্যতা।