রোজা শেষে উঠলো হেসে ঈদের চাঁদ
আকাশ বাতাস মুখরিত, ভাঙলো বাঁধ
মন আনন্দে নাচছে খোকা খুকির দল
আকাশ পানে সবার চোখ, খুশির ঢল।
ঈদের নানান আয়োজনে ঈদের মাঠ
মুসল্লিদের আগমনে জমলো হাট ,
হরেক রকম রঙিন কাগজ চারিদিক
মৃদু হাওয়ায় করছে শুধু ঝিকমিক।
সবার মনে ঈদের আমেজ আহা সুখ
নামাজ শেষে কোলাকুলি মিলায় বুক,
লাচ্ছা সেমাই ফিরনি পায়েশ ভরা হাড়ি
রান্না ঠিকই হয়েছে আজ সবার বাড়ি।
যার বাড়িতে যাবে তুমি, দিবে আজ খেতে
ঈদ না এলে এমন প্রীতি কোথাও কী পেতে?
ঈদের দিনের শুভেচ্ছা জানাই জনে জনে
এই সম্প্রীতি সারা বছর থাকুক সবার মনে।