বাঁশ বাগানের মাথার উপর
চাঁদ দিয়েছে উঁকি,
কে দেখেছে? কে দেখেছে?
পাড়ার খোকা খুকি।
যাচ্ছে বয়ে খুশির জোয়ার
খোকা খুকির মনে,
ঈদ মোবারক, ঈদ মোবারক
জানাই জনে জনে।
ঈদের চাঁদের দেখা পেয়ে
ঈদ আনন্দে মেতে,
খোকা খুকির দল ছুটেছে
ঈদগাহেতে যেতে।
ঈদগাহে আজ ব্যস্ত সবাই
করছে নানা কাজ,
ঝিকিমিকি রঙিন কাগজ
মনমুগ্ধকর সাজ।
সবার মনে ঈদের আমেজ
সবার মুখে হাসি,
ঈদ আনন্দে উঠলো মেতে
সারা জগতবাসী।