প্রেমের বয়সে হয়নিকো প্রেম
বিয়ের বয়সে বিয়ে,
জীবন নষ্টের উপমা কী দিব?
দুধ পরিণত ঘি'য়ে।
কর্ম জুটে না আর পাঠ্য জ্ঞানে
টাকার বান্ডিল চায়,
অনার্স পড়ুয়া মাস্টার্স করুয়া
সকলেই নিরুপায়!
বাপের হোটেলে আর কতদিন
অন্ন ভান্ডার ফুরাই?
মায়ের কোলে আর কতদিন
আলস্যে দিন কাটাই?
ভাল্লাগে না এই বেকার জীবন
আত্ম হননে পাপ যে!
বেকার জীবন ও দারিদ্র্যতায়
রোজ রোজ মরি লাজে।