দেয়ালে ঝুলে আছে যুবতী গাছ, ঝুলছে খাঁচাও!
খাঁচার পাখি আজ মুক্ত তবু বলছে বাঁচাও বাঁচাও।