ফিরে যেতে ইচ্ছে করেনি, তাই যাইনি
অথবা কোনো প্রয়োজন ছিল না ফেরার,
চলে যেতে কষ্ট হয়েছে কিনা, কতটুকু?
কেউ কখনো জানতে চায়নি, প্রশ্ন করেনি
কারো প্রয়োজন পড়েনি খবর নেবার।
আমি শুধু এতটুকু জানি, জানি প্রেম দিতে
প্রেম দিতে দিতে চলে গেছি দুর্লভ নগরীতে,
প্রেম ছাড়া কিছু ছিল না তোমাকে দেবার
আমি শুধু দিয়ে গেছি, বিনিময়ে পাইনি।