ডিং ডিঙা ডিং ডিং
মাথার সাথে লাগলে মাথা
উঠবে দুইটা শিং
ছাগলরা সব পাগল হয়ে
বলবে তোমায় কিং
সেই খুশিতে গাইবে তুমি
নাচবে তিরিং তিং
ডিং ডিঙা ডিং ডিং।
লাগলে আবার মাথায় মাথা
ভাঙবে তোমার শিং
ঘুরবে মাথা ভনভনিয়ে-
ঘুরছে যেমন রিং!
ঘুরতে ঘুরতে পড়বে দূরে
আওয়াজ হবে ডিং
ডিং ডিঙা ডিং, ডিং ডিং
ডিং ডিঙা ডিং ডিং।