কতটুকু বাসলাম ভালো ছোট্ট এক জীবনে?
আমাদের প্রথম দেখা হলো তো যৌবনে!
শিশুকালে পাইনি দেখা খেলনা-পাতির সনে
কৈশোরেও পাইনি দেখা ঝরা পাতার বনে,
হঠাৎ করে হলো দেখা সেজে বর - কনে
আমাদের প্রথম দেখা হলো তো যৌবনে।
যৌবনে দেহের ক্ষুধা দুজনেই নিবারণে-
ভালোবাসা উড়িয়ে দিলাম হেসে ওই গগণে,
কতটুকু ভালোবাসার হলো গো লেনা-দেনা?
হাতে রেখে হাতটি বলো কতটুকু হলো চেনা ?
ভালোবাসার অভিনয়ে হলাম শুধু অভিনেতা
ভালোবেসে আমাদের হলো কী হৃদয় জেতা?