আটক! আটক! আটক!
এটা কোনো নিউজ নয় ভাই
থিয়েটার বা নাটক!
মজার মজার ছড়ার পাতায়
পাঠকের চোখ আটক!
আটক শুধু হয়নি দুই চোখ
আটক সবার মনও,
তাই তো ছড়া পড়ছে পাঠক
নিঃশ্বাসের ন্যায় ঘন।
চোখ আটকেছে মন আটকেছে
আটকেছে দুই কানও,
পাঠকরা কেন আটক হলো -
কারণ কি কেউ জানো?
হরেক রকম মজার ছড়ায়
পড়তে পড়তে সময় গড়ায়
তাই তো পাঠক ছড়ায় আটক
তুমিও হবে, মানো?।