নোনা জলে ভেসে গেছে সভ্য পৃথিবী
মায়ার মধুজল শুকিয়ে গেছে
কেবলই একজোড়া অন্ধ চোখ!
আজ অগণিত হৃদয় বিরান মরুভূমি
বাতাসে কান পেতে শুনি শুধু ধ্বংস ধ্বনি
একে একে ধ্বংস হয়ে যাচ্ছে সব
এখন নিজেকে বাঁচানো সময়ের দাবি।